থিংক অ্যান্ড গ্রো রিচ pdf download | থিংক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ন হিল

থিংক অ্যান্ড গ্রো রিচ pdf download | থিংক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ন হিল
আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকগণ। আশা করি, সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি থিংক অ্যান্ড গ্রো রিচ পিডিএফ বই নিয়ে। কথা না বাড়িয়ে শুরু করা যাক।
থিংক অ্যান্ড গ্রো রিচ বই হতে :
থিংক অ্যান্ড গ্রো রিচ বইটি নেপোলিয়ন হিলের লিখা। নেপোলিয়নের অত্যন্ত সফল একজন আমেরিকান লেখক। তার জন্ম দক্ষিণ পশ্চিম ভার্জিনিয়া একটি অতি দরিদ্র পরিবারে ।ছোট থাকতে তিনি তার মাকে হারান। স্থানীয় সংবাদপত্র রিপোর্টার হিসেবে তরুণ বয়সে তিনি কাজ শুরু করেন। টাকার অভাবে তাকে কলেজের পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। নেপোলিয়নের টার্নিং পয়েন্ট ছিল ১৯০৮ সাল তিনি ওই বছর থেকে বিখ্যাত মানুষদের সাক্ষাৎকার নিতে শুরু করেন।
ওই সময় তিনি কার্নেগী সাক্ষাৎকার নিয়েছিলেন। কার্নেগি ছিল তৎকালীন সময়ের একজন সফল মানুষ। আবিষ্কার করেন কার নিজের সাফল্যের উক্তি এটি খুব সহজ সরল এবং এটি যে কেউ বুঝতে পারবে ও অর্জন করতে পারবে। এর সঙ্গে কথা বলে খুশি হয়ে তাকে জিজ্ঞেস করেন, হিল ৫০০ সফল নারী পুরুষের সাক্ষাৎকার নিয়ে, যাদের মধ্যে অনেকেই কোটিপতি, তাদের সাফল্যের রহস্য প্রকাশ করতে পারবে কিনা? গবেষণার অংশ হিসেবে অনেক মানুষের সাক্ষাৎকার গ্রহণ করেন।
হিলের কার্নেগীর বিশ্লেষণাত্মক লেখাগুলো ১৯২৮ সালে মাল্টি বেলুন স্টাডি কোর্স “ দ্য ল অব সাকসেস “ । এর পরবর্তীতে সবচেয়ে বিখ্যাত গ্রন্থ অর্থাৎ এই বইটি এনকোরেজ বের করেন যা সর্বকালের শ্রেষ্ঠ বেস্ট সেলার বই হিসেবে বিবেচনা করা হয়। কথা না বাড়িয়ে বইটি ডাউনলোড করে ফেলুন।
থিংক এন্ড গ্রো রিচ pdf
আজ এ পর্যন্তই। আপনাদের কোন কিছু জানা থাকলে আমাদের জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে অথবা ই-মেইল এর মাধ্যমে। এছাড়াও আপনারা কোন ধরনের বই চান সেটা আমাদেরকে জানাতে পারেন আমরা সেই ধরনের বই নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে।